মোঃতৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর :-
রাজধানীর ডেমড়া কোনাপাড়ায় ইজিবাইকের ধাক্কায় সাব্বির হোসেন (৯) নামে এক মাদ্রাসাছাত্র প্রাণ হারিয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনাপাড়া মুরগির ফার্মের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির চাচা মো. আনিসুর রহমান জানান, তাদের বাড়ি বরিশালের হিজলা উপজেলার খুন্নাগোবিন্দপুর গ্রামে। বর্তমানে কোনাপাড়া পশ্চিম শান্তিবাগ এলাকায় থাকে পরিবারটি। স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো সাব্বির।
তিনি আরও জানান, সন্ধ্যার দিকে বাসার কিছুটা দূরে কোনাপাড়া মুরগির ফার্মের সামনে রাস্তা পার হচ্ছিল সাব্বির। এ সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে কোনাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ইজিবাইক জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.