স্টাফ রিপোর্টার:-
দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় শহীদুল ইসলাম (৫০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সাড়ে ১২ টায় ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ির আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনায় আহত ভ্যানচালক আয়াত আলীসহ রতন পাহারী ও মোল্লা পাহারী নামে দুই যাত্রীকে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বাজার করা শেষে ভ্যান যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মাটি বোঝাই ট্রাক্টর মহাসড়কের উপর আচমকা ঘোরালে একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই ভ্যানের যাত্রী শহীদুল এবং চালকসহ অন্য দুইজন যাত্রী । পরে স্থানীয় গুরুতর আহত শহিদুলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.