নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
মিলন ছাড়াই ১৪ সাপের জন্ম দিল একটি সাপ। যদিও রোনালদো নামের এই সাপটিকে প্রাথমিকভাবে পুরুষ হিসেবে ধারণা করা হয়েছিল। এমন অবাক করা ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বাচ্চাগুলোকে জন্ম দিয়ে রোনালদো নামের ১৩ বছর বয়সী বোয়া প্রজাতির সাপটি তার মালিককে অবাক করে দেয়। কারণ নয় বছর আগে তাঁকে উদ্ধার করার পর থেকে এটি কোনো পুরুষ সাপের সংস্পর্শে আসেনি।
সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি অপ্রচলিত হলেও নারী সাপের পক্ষে পার্থেনোজেনেসিস নামে পরিচিত একটি প্রক্রিয়ায় অযৌন প্রজনন করা সম্ভব।
রোনালদোর দেখভালের দায়িত্বে রয়েছেন পোর্টসমাউথ কলেজের টেকনিশিয়ান পিট কুইনলান। তিনি বিবিসিকে বলেন, ‘আমি প্রায় নয় বছর আগে সংরক্ষিত বনাঞ্চল থেকে রোনালদোকে উদ্ধার করি।’
দুই বছর আগে পোর্টসমাউথ কলেজের প্রাণীদের দেখাশোনা করার দায়িত্ব পান কুইনলান। পরে তিনি তাঁর কাছে থাকা রোনালদোকেও সেখানে আনেন।
কুইনলান জানান, রোনালদো যে দিন ১৪টি সাপের জন্ম দেয় সেদিন তিনি ছিলেন না। এক শিক্ষার্থীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.