সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদৌস আলফা

- আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা -ঃ আজ ২২ শে জুন ২০২৪ রোজ শনিবার ১টার সময় দেবহাটা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আলহাজ্ব আল ফেরদৌস আলফা। তিনি পরিদর্শন কালে হাসপাতালে বিভিন্ন জায়গায় ঘুরে দাখেন সব জায়গা অ-স্বাস্থ্যকার অবস্থা। একজন অসুস্থ রোগী সুস্থ হবার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়বে। একটি রুম পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম সাখাওয়াত হোসেনের অফিস রুমটি তিনি অফিসে উপস্থিত ছিলেন না। আমি তার মুঠোফোনে যোগাযোগ করে হাসপাতালে পরিবেশ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সদ উত্তর দিতে পারেন নি। দায়িত্বপ্রাপ্ত ডাঃ মারুফ হোসেন উপস্থিত ছিলেন হাসপাতাল অ- স্বাস্থ্য কার অবস্থার কথা জিজ্ঞাসা করলে তিনি চুপচাপ ছিলেন। হাসপাতলে দুই একজন রোগী দেখতে পাই জরুরি বিভাগে যেয়ে দেখি খুবই অস্বাস্থ্য কার পরিবেশ। পুরুষ ও মহিলা ওয়ার্ডে যেয়ে দেখি নোংরা পরিবেশ নোংরা বেডশীট ও বালিশে কভার নেই এবং বালিশ গুলো অত্যন্ত দুর্গন্ধযুক্ত। হাসপাতাল প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম সাখাওয়াত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করি এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে অবহিত করি তিনি আমার কোন সদ উত্তর দিতে পারে নাই আমার সঙ্গে দেখা করবে বলেছেন। তিনি আমার সঙ্গে দেখা করে কথা বলবে বলেছে আমার সঙ্গে দেখা করা লাগবে না আপনি হাসপাতালের পরিবেশ এবং কাগজপত্র ঠিক রাখেন যেকোনো মুহূর্তে আমি যেকোনো সময় পরিদর্শন করতে পারি। আমি দেখলাম হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দুপুরের খাবার ব্যবস্থা করেছেন ২ পিস আলু ও কুমড়োগোটা তার সঙ্গে ছোট্ট ১ টুকরা মাছ এ বিষয়ে আমি কন্টাকটার কামরুলের সঙ্গে মুঠো ফোনে কথা বলি। রোগী প্রতি ১২৫ টাকা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের যে খাদ্য দিয়েছেন ৫০ টাকার মতন হতে পারে মাথাপিছু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েছে যাতে করে দেশের অসহায় গরিব মানুষ হাসপাতালে এসে কষ্ট না পায় প্রধানমন্ত্রীর সেই বরাদ্দ কে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় স্বাস্থ্য খাতে খরচের জন্য যথাযথ ভাবে সারা বাংলাদেশে স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দগুলো দিয়েছেন। রোগীর সজনেরা এলাকাবাসী ও গোপন সূত্রে জানা যায় হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার এস এম সাখাওয়াত হোসেন কন্টাকটার কামরুলের ম্যানেজ করে হাসপাতালের এই টাকা গুলি রোগীদের ঔষধ ও খাদ্য বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যয় না করে অর্থগুলির পকেটে ঢুকাচ্ছে এবং তারই যোগ সাযোগে ঔষধ চুরি করে বিক্রয় করে। হাসপাতালে রোগীদের স্বজনেরা জানায় ডাক্তাররা ঠিকমতো তাদের চিকিৎসা সেবা দেয় না ডাক্তাররা ঔষধ যা লেখে হাসপাতাল ঔষধ কাউন্টারে প্রেসক্রিপশন দিলে কাউন্টারের লোকজন ওষুধ নেই বলে এবং বাহির থেকে কিনতে বলে দ্বিতীয় বার ঔষধ চাহিলে তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ও তাড়িয়ে দেয়। তারা আরো বলে হাসপাতালের নার্সদের ডাকলে তারা আসতে চায় না অসাধু আচরণ করে। রোগী স্বজনেরা ও এলাকাবাসী বলেন মানবতার ফেরিওয়ালা জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফাকে রোগীর পাশে খোঁজ খবর নেওয়া ও হাসপাতালটি পরিদর্শন করায় মহান আল্লাহর কাছে দোয়া করে ও ধন্যবাদ জানায় এবং উদ্ধাতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন হাসপাতালটির পরিষ্কার-পরিচ্ছন্নতা চিকিৎসা সেবা রোগীদের ফ্রি ওষুধ প্রধান করা প্রয়োজনে ব্যবস্থা করার দাবি জানায়।