সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছ জয়নাল হাজারী কলেজ ক্যাম্পাসে

- আপডেট সময় : ১১:৪৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছ জয়নাল হাজারী কলেজ ক্যাম্পাসে,
ফেনী শহরের জয়নাল হাজারী কলেজে আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয় কলেজ পরিচালনা পর্ষদের ২২তম জরুরি সভা।
সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী এম. এ. খালেক এবং কলেজ অধ্যক্ষ মো. এনামুল হক।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিনআলাল জেলা ছাত্রদলের সদস্য সচিব মোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, কলেজ ক্যাম্পাসে আর কোনো প্রকার দলীয় রাজনীতি চলবে না।
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে।
এর আগে কলেজ ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র-রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে এবং কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়।
সভা শেষে অধ্যক্ষ মো. এনামুল হক বলেন, “শিক্ষার্থীদের দাবি ও কলেজের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।