সংবিধানে বিসমিল্লাহ গণভোটের বিষয় নয়, এটি চিরস্থায়ী—স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম
- আপডেট সময় : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, পরিবেশ নষ্টের অভিযোগ ভিত্তিহীন—পাবনায় মতবিনিময় সভায় মন্তব্য
সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ অন্তর্ভুক্তির বিষয়টি গণভোটের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, “বিসমিল্লাহ নতুন করে সংবিধানে আসেনি, আবার নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।”
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “নির্বাচনি পরিবেশ নিয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়েই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কার্যক্রম, আসন্ন গণভোট ও নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা জেলার স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গণভোটকে কেন্দ্র করে ব্যবহৃত প্রচার গাড়ি ও জনসচেতনতামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, গণভোট ও নির্বাচনকে ঘিরে জনমনে বিভ্রান্তি দূর করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।


















