ষষ্ঠ উপঃনির্বাচন দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে গাইবান্ধায়

- আপডেট সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি :-
গাইবান্ধা সদর উপজেলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী উপজেলা সহ ৩ উপজেলায় ৩৮টি ইউনিয়নে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। গাইবান্ধার ৩ উপজেলায় ১৬৩ টি কেন্দ্রে ৩ লাখ ৮৬ হাজার ৫৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
২১ মে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ তিনটি পদে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। গাইবান্ধার ১৩ টি কেন্দ্রে ৩৮ হাজার ৬শ ৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে ৪ টি বুথের জন্য প্রতি কেন্দ্রে ১৩জন আনসার ও দুজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকার পাশাপাশি পুলিশ সদস্য, বিজিবি ও র্যাবের ফোর্স টহলে রয়েছেন। এদের সাথে গাইবান্ধা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঢাকা থেকে আসা ৩০ জন ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষনের দায়িত্বে রয়েছেন।
গাইবান্ধার উপজেলায় মোট তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ করা হচ্ছে ১৩ হাজার ১৬টি কেন্দ্রের ৯১ হাজার ৫৮৯টি ভোটকক্ষে। ২৪ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ১৩২ উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে।
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ২১ জনের ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ছাড়া উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। ১৬টি উপজেলায় নিয়োজিত করা হয়েছে অতিরিক্ত ফোর্স।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন লাখ ৫৩ হাজার ৭২০ জন সদস্য ভোটের দায়িত্বে মাঠে রয়েছেন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ৪৫৮ প্লাটুন, ভোটকেন্দ্রে পুলিশ ৪৭ হাজার ৮২৯ জন, স্ট্রাইকিং ও মোবাইল টিম হিসেবে পুলিশ ১৯ হাজার ৫৭ জন, র্যাবের দুই হাজার ৭৬৮ জন ও আনসার সদস্য রয়েছেন এক লাখ ৯৩ হাজার ২৮৭ জন।
নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য প্রতি তিন ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। প্রতি উপজেলায় নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজের জন্য রয়েছেন একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ভোটের নিরাপত্তায় ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এ রিপোর্ট লেখা অবধি গাইবান্ধা ব্রীজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলশীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গেছে ভোটারের উপস্থিতি কম থাকায় সাড়িবদ্ধ লাইন নাই। তবে কিছুক্ষন পর পর অল্প সংখ্যক ভোট প্রদান করতে দেখা গেছে। ভোটের উপস্থিতি ৭ থেকে ৮ পার্সেন্ট। অন্যদিকে বেলা বাড়ার সাথে তুলশীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে।
তুলশীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম জানান- এ কেন্দ্রে ৪ টি কক্ষে ৮ টি বুথে দুপুর ১২ টা অবধি ৭৪৫ টি ভোট কাষ্ট হয়েছে।