শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব স্মরণোৎসব উদযাপিত

- আপডেট সময় : ০৫:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ,রাউজান:-রাউজান বিনাজুরী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব তিথি স্মরণোৎসব’২৫ উপলক্ষে ১লা এপ্রিল একদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, সকালে বাল্যভোগ নিবেদন, শ্রীশ্রী রাধাগৌবিন্দের লীলা স্মরণ কীর্তন পরিবেশনায় করেন শ্রীশ্রী বন্ধু মিলন মঠ দোহার ঢাকা কেন্দ্রীয় আশ্রমের সেবায়েত শ্রীমৎ কিঙ্কর বন্ধু ব্রহ্মচারী ও
শ্রীমৎ জয়ব্রত ব্রহ্মচারী সহ সেবায়েত কেন্দ্রীয় আশ্রমের সদস্য বৃন্দ। দুপুরে অন্নপ্রসাদ বিতরণ ও অভিনব সন্ধ্যা আরতি সংকীর্তন অনুষ্ঠিত হয়।
রাউজান শাখা শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের ভূমিদাতা পলাশ বিশ্বাস ও শান্তনু দাশ।
মহানাম সেবক সংঘ চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন পালিত, যুগ্ম সাধারণ সম্পাদক রুপন বণিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিনাথ বণিক, বিশ্বজিৎ পাল ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহানাম সেবক সংঘ রাউজান শাখার সভাপতি ডা: মানব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সনাতন মুহুরী,অর্থ সম্পাদক অনুপ বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, আশ্রমের সেবায়েত গৌবিন্দ ধর, এলাকার বিশিষ্ট জন সহ, অনন্য সদস্য বৃন্দ, গুরুভ্রাতা ও গুরুবোন উপস্থিত ছিলেন।
উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর -দূরান্ত হতে আগত হাজার হাজার ভক্ত বৃন্দ সমবেত হয়।