নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-শ্রমের ন্যায্যমূল্য দাবি করেছেন গ্রামপুলিশ বাহিনীর সদস্য । শ্রমের মূল্য না পেয়ে পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা কর্মসূচিতে সরকারের প্রতি এ দাবি জানান বঙ্গবন্ধু আদর্শ গ্রামপুলিশ বাহিনী সদস্য।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আদর্শ গ্রামপুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ লাল মিয়া বলেন, ৪৩ দিন থেকে প্রেস ক্লাবের সামনে গ্রামপুলিশের সদস্যরা চাকরি জাতীয়করণের এক দফা আদায়ের জন্য আন্দোলন করে এলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গ্রামপুলিশ সদস্যরা জনগণকে ৭২ প্রকারের সেবা দিয়ে আসছে।
বঙ্গবন্ধু প্রদত্ত চাকরি স্কেল অনুযায়ী গ্রামপুলিশের সদস্যদের বেতন ভাতা প্রদানের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়ান হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মইনুল রশিদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সবুর আল শাহাবাসহ শতাধিক গ্রামপুলিশ সদস্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.