শ্রমিকের ন্যায্য পাওনা আদায় দাবিতে কুয়াকাটায়ে মহান আন্তর্জাতিক মে দিবস পালন করেছে
কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।বুধবার(১ মে) সকাল নয়টায় কুয়াকাটা পৌর শ্রমিকলীগের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটি র্যালী বের করা হয়। র্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা পৌরসভা কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃশাহিন ভূইয়া’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু অনন্ত মুখার্জী।পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছগির মোল্লা, ইমারত শ্রমজীবী সংগঠন সভাপতি জনাব মোঃ রুহুল আমিন মোল্লা। অটোভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ মাহবুব আলম সিপাহি প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। এ রেলী ও আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ইমারত নির্মাণ শ্রমজীবী ইউনিয়,অটোভ্যান, অটোরিকশা, হ্যান্ডিলিং শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত মানুষ অংশগ্রহন করেন।
আলোচনা সভায় শ্রমিক নেতারা পৌর এলাকার সড়কে চাঁদাবাজি বন্ধের আহবান জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকলকে একত্রে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.