মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর এলাকার নদীর চরে অবৈধভাবে নির্মাণাধীন এ এন্ড এন নামীয় রিসোর্ট উচ্ছেদ করেছে প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের নির্দেশে সহকারি কমিশনারের প্রতিনিধি, বনবিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও ট্যুরিষ্ট পুলিশের সহায়তায় রোববার উক্ত অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান রিসোর্ট কতৃপক্ষ নিজেরা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সাতদিন সময় নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা অবৈধ স্থাপনা অপসারণ না করার কারনে শ্রমিকদের নিয়ে রোববার সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। দুপুর পর্যন্ত ট্রেইল, পল্টুন, জেঠিসহ কিছু স্থাপনা ছাড়াও বাঁধের উপর নির্মিত অবৈধ কয়েকটি কক্ষ অপসারণ করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বনবিভাগের সহকারী বন সংরক্ষক ফজলুল হকের প্রতিনিধি মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ ফাইয়াজুর রহমান, ট্যুরিষ্ট পুলিশের উপ-পরিদর্শক সুজিত রায়, সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা সঞ্জয় রায় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.