শ্যামনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গেলেন ইউএনও মোছাঃ রনী খাতুন
- আপডেট সময় : ১০:১৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন।বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল ১১ টায় আকস্মিকভাবে ঐতিহ্যবাহী বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।এসময় তিনি বিভিন্ন শ্রেণী কক্ষে যেয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার পরামর্শ দেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা,শিক্ষক ও কর্মচারী হাজিরা, ষ্টক রেজিষ্ট্রার, ক্যাশ বহি পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের পরিদর্শন বহিতে মতামত ব্যক্ত করেন। বিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিচ্ছন্ন পরিবেশ দেখে খুশি হন এবং দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। প্রধান শিক্ষক আব্দুল করিম সহ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।



















