শ্যামনগর থানা পুলিশ বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন

- আপডেট সময় : ০৯:২৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে শ্যামনগর থানা পুলিশের একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা এর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য শ্যামনগর থানা পুলিশ সর্বদা প্রস্তুত। পূজা চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে সবাই নির্ভয়ে দুর্গা পূজা দেখতে পারে। মন্দির কমিটির নেতৃবৃন্দ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।