শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ০১

- আপডেট সময় : ০৪:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুল ইসলাম মহোদয় স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মো: মুকিত হাসান খাঁন স্যারের ও অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) জনাব মোঃ ইমরান হোসেন,(বিপিএম), (পিপিএম) স্যারের সহযোগিতায় এবং জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে ২৬/০৭/২০২৫ বেলা ১১.৩৫ ঘটিকার সময় এসআই(নিঃ) এম সজীব আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শ্যামনগর থানাধীন নকিপুর কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে ধৃত আসামীর “মা টি স্টল এ্যান্ড কফি হাউজ“ দোকানের মধ্যে হইতে ০২ বোতল বিদেশী মদসহ আসামী ১. বিশ্বজিত মোন্ডল (২২), পিতা-অবিনাশ মন্ডল, গ্রাম-চন্ডিপুর(নকিপুর), উপজেলা/থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’ কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে শ্যামনগর থানার এফআইআর নং-৪৪/২৩১, তারিখ-২৬ জুলাই, ২০২৫; ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪(ক); দায়ের করে উক্ত আসামী কে ২৭-০৭-২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।