শ্যামনগর কৈখালীতে বিশুদ্ধ পানির প্লান্ট উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

- আপডেট সময় : ০৪:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুন্দরবন উপকূলের সীমান্তবাসীর জন্য ব্যবস্থা করেছেন সুপেয় পানি এবং চিকিৎসা সেবার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লবণাক্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি পেতে নির্মাণ করেছেন সুপেয় পানির প্লান্ট।প্লান্ট উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সময়ে ৮০ জন অসচ্ছল পরিবারের মাঝে প্রদান করেন খাদ্য সহায়তা। ১২০ জন রোগাক্রান্তদের মাঝে প্রদান করা হয় স্বাস্থ্য সেবা।বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এই স্বাস্থ্যসেবা পরিচালনা করেন। সভাপতিত্ব করেন নীল ডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নওফেল মাহমুদ, ব্রিগেডিয়ার সোহরাব হোসেন ভূঁইয়া, মোঃ শরিফুল ইসলাম, যশোর রিজিওনাল কমান্ডার মোঃ ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী। এসময় বিজিবি মহাপরিচালক মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখবেন তাই নয়, সীমান্তবাসীর সেবায় সাধ্যমত ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক আশরাফ আরো বলেন, দেশের মানুষের সেবায় বিজিবি দেশবাসীকে সাথে নিয়ে সবসময় কাজ করে যাবে। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্ল্যা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ। উপকূলবাসী এই সকল সেবা পেয়ে তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।