মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্য স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরীক্ষার্থীদের মধ্যে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, কলম এবং মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে, পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের মাঝেও খাবার স্যালাইন, পানি ও মাস্ক বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মাছুদ পারভেজ টোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফেরদাউস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিদ আহমেদ আকাশ, সহ-সভাপতি আবু সাঈদ, তামিম হাসান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.