মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় দুই জনকে গ্রেপ্তার করেছে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ঘোলা এলাকার ইউনুস শেখের ছেলে ওয়াছকুরুনি ও মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নৌ পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা এই কাজে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছে, এমন কার্যকলাপে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.