শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি

- আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ , শ্যামনগর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি নানা আয়োজনে পালন করেছে শ্যামনগর উপজেলা সেচ্ছাসেবক দল। এ উপলক্ষে আজ বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুলফিকার সিদ্দিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কামরুজ্জামান ভূট্ট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সরিফুজ্জামান সজিব। অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা ও বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ।এছাড়া ও বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অ্যাড. মাসূদুল আলম দোহা, উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ নাজমুল হক, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব মো. ইয়াসিন আরাফাত এবং উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. আরিফুজ্জামান আরিফ। বক্তারা বলেন, সেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উপজেলা বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।