মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ডাক্তারদের রেফার ও কমিশন সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ মঙ্গলবার ১৪ই অক্টোবর , সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত, এ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে বিভিন্ন প্যাথলজি মার্কেটিং কর্মকর্তা ও রোগীদের প্রিসক্রিপন সংগ্রহকারী সাত জনকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে চার জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে, বাকিদের দুইশত টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আটককৃতরা হলেন,আল মামুন বাদশা (২৫), রেজাউল ইসলাম গাজী (৪২), সাগর হোসেন রনি (২০), মিলন কুমার ঘোষ (১৮), অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা (৬০)
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, প্রসঙ্গত অভিযোগ হাসপাতালে রোগীদের পরীক্ষার জন্য রেফার দেওয়ার নামে নির্ধারিত বেসরকারি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পাঠানো ও সেখান থেকে কমিশন নেওয়া হচ্ছে, অথচ সরকারি হাসপাতালের নিজস্ব পরীক্ষাগার থাকা সত্ত্বেও রোগীদের বাইরে পাঠানো হচ্ছে। অভিযানে হাসপাতালে বিভিন্ন বিভাগ, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে নথি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল জানান, অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং পরবর্তী ব্যবস্থা কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হবে এবং নির্দেশনা মোতাবেক পরবর্তীতে ব্যাবস্থা নেওয়া হবে ।
স্থানীয়রা জানান, স্বাস্থ্য ব্যবস্থার এই সিন্ডিকেট রোধ করতে হলে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.