মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক মো: শফিকুল ইসলাম দুলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পূর্ণবহাল করা হয়েছে। ৬ ডিসেম্বর( শনিবার) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু কে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়।জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সকল সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত-
এক বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়। শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের ও তার অঙ্গ সংগঠনের নির্দেশনা মোতাবেক কাজ করে সকলের নিকট প্রশংসিত হলেও দলীয় কোন্দলে তাকে বহিস্কৃত করা হলেও পুনরায় স্বপদে বহাল হওয়ায় নেতা কর্মীদের মধ্যে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.