
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাঁতিনা খালীতে আবু তোয়েব মোড়লের পুত্র সোহান (২৭) ঐ এলাকার আব্দুল মজিদ গাজীর বাড়ীতে অনুমোদনবিহীন কাঁকড়া প্রসেসিং করায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার(০৬ নভেম্বর) বেলা ১, ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্ত সোহানকে ২০ হাজার টাকা জরিমানা, প্রসেসিংকৃত স্ফটসেল কাঁকড়া নষ্ট করা, ও মুচলেকা নেওয়া হয়।এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোহিদ হাসান,বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজামান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন জানান।খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এর বিধান অনুযায়ী অনুমোদন ছাড়াই এ ধরনের প্রতিক্রিয়া জাত করা, কার্যক্রম করা অপরাধ। তিনি আরো বলেন, অভিযানে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, এবং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া জনসাস্থ্য ও দেশের রপ্তানি খাতের মান রক্ষায় অনুমোদনবিহীন কোন খাদ্য বা সামুদ্রিক পণ্য প্রক্রিয়াজাত বা প্যাকেট জাত করতে দেওয়া হবে না। তবে নিয়ম-বহির্ভূত এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনসচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.