স্টাফ রিপোর্টার:-
শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নে গামড়ামারী গ্রামে তাজ নিজ বসত বাড়ি থেকে আনুমানিক রাত ১০.০০ ঘটিকার সময়, তার নিজ মৎস্য ঘেরের উদ্দেশ্যে বের হলে।
গামড়ামারি গ্রামের, মৃত্যু মাওলানা আসাদুল্লাহ হিল গালিব,ছেলে এবি এম মুজিবুল্লাহ্ কে,একদল শীর্ষ সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গুরুতর আহত হয়ে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি হয়, এবি এম মজিবুল্লাহ ,যুগ্ন আহবায়ক জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা। তার পিতা মাওলানা আসাদুল্লাহ হিল গালিব কে,২০১৩ সালে প্রকাশ্যে দিনের বেলা হত্যা করে,উক্ত মামলার সাক্ষী,এবিএম মজিবুল্লাহ ,
এবং মামলা পরিচালনা করে, তার আপন বড় ভাই কে, মাওলানা নুরুন্নবী কে, ২০১৪ সালে হত্যা করে, এবং ২০১৯ সালে,প্রকাশ্যে দিনের বেলা আমার ভাইরাভাই ,কে হত্যা করে এবং এই মামলায় সাক্ষী,এবিএম মজিবুল্লাহ এই মামলাগুলো মিমাংসা না করলে,তাকে হত্যার হুমকি দেয়।এই বিষয় নিয়ে শ্যামনগর থানার,অফিসার ইনচার্জ জানিয়েছে, বাদী মামলা দিলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.