
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, পুলিশের উপ-পরিদর্শক ফরিদ হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তাসহ বিএনপির প্রতিনিধি আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির, জামায়াত ইসলামীর প্রতিনিধি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, মাষ্টার নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির প্রমুখ।প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় মক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পনের পর দোয়াসহ উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সকাল আট টায় শহিদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পনসহ সকাল নয়টা ৩০ মিনিটে নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনসহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া পাইলট স্কুল মাঠে বিজয় মেলা আয়োজনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ডিসপ্লে অনুষ্টিত হওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ফুটবল প্রতিযোগীতা ছাড়াও দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.