মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃদক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র সৎ, পরিচ্ছন্ন, প্রতিশ্রুতিশীল রাজনীতিবীদ, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সাহেবের উদৃতি দিয়ে মিথ্যা প্রচারনা করায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবীরের বহিষ্কারের দাবীতে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় তিনি আরো বলেন,বিএনপি নেতা সোলায়মান কবীর খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সাহেবের কঁথা বলে বিভিন্ন স্থানে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে,ইতিমধ্যে এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে,এছাড়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান মনির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছে এবং জাতীয় পার্টি থেকে আসা এই ব্যক্তি দলের মধ্যে ব্যাপক গ্রুপিং করে দল কে ক্ষতি করছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলা বিএনপির কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি উপরোক্ত কথাগুলো লিখিত ভাবে সাংবাদিকদের জানান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশেক ই এলাহী মুন্না, সাবেক যুবনেতা মোঃ আজিজুর রহমান আজিবর, পৌরসভা বিএনপির সার্স কমিটির সদস্য খান আব্দুস সবুর, মোঃ আব্দুর রশিদসহ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.