মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে বাগদা চিংড়িতে জেলি ও ক্ষতিকর উপাদান পুশের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটুলিয়া ইউনিয়নের একটি দোকানে এ অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, ধুমঘাট গ্রামের জাফর হোসেনের ছেলে মো. ইসহাক আলী (৪০) স্থানীয় কয়েকজন মহিলাকে নিয়ে প্রায় ১২০ কেজি বাগদা চিংড়িতে জেলি ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য পুশ করছিলেন। এ সময় বিশেষ গোয়েন্দা সংস্থার সার্জেন্ট মো. আল মামুনের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ৬৫ কেজি ভেজাল চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইসহাক আলীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান বলেন, চিংড়িতে জেলি ও অপদ্রব্য পুশ করা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দেশের রপ্তানিখাতের জন্য হুমকিস্বরূপ। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.