শ্যামনগরে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির বিজয় মিছিল
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
জুলাই ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলন তথা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের উৎখাতের ১ বছর পূর্তিতে উক্ত আন্দোলনের মূল নায়ক (মাষ্টার মাইন্ড) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহাসিক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৫ই আগস্ট) বেলা ১১টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বেরিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্সের সামনে এসে পথ সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
সাবেক ছাত্রনেতা শাহ আলম এর সঞ্চালনায় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ছাত্রনেতা আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক এলাহী মুন্না, সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুল আলম দোহা, জেলা বিএনপির সাবেক সদস্য জি এম মাছুদুল আলম, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুর সবুর, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, যুগ্ন আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



















