মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের বাসিন্দা মোহাম্মাদ গাজীর ছেলে এনায়েত (৩৭) ও একই গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে নাজমুল (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন তারা। সেখান থেকে চারজন মোটরসাইকেল যোগে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশে রওনা দিলে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩ নম্বর এলাকায় বৃষ্টি শুরু হয়।
এ সময় তারা একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই এনায়েত ও নাজমুলের মৃত্যু হয়।
এছাড়া নিহত নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে নিহতদের স্বজনেরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.