
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ মা ও শিশুর মুত্যু ঝুঁকি কমাতে উপকূলীয় শ্যামনগর উপজেলায় ফ্রেন্ডশিপের আয়োজনে গর্ভবতী মায়েদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার(২৮ জুলাই) উপজেলার সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান ডাঃ নাহিদ নজরুল।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন উপকূলীয় এলাকায় মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন। ক্যাম্পের চিকিৎসক হিসাবে চিকিৎসাসেবা প্রদান করেন ফ্রেন্ডশিপ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মাহফুজা আলম এবং আল্ট্রাসনোলজিস্ট ও শিশু রোগি অভিজ্ঞ ডাঃ শাহরিয়ার হাসান। উপজেলার বিভিন্ন এলাকার গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, আল্ট্রাসাউন্ড পরীক্ষা ও ব্যাবস্থাপত্র প্রদান করা হয়। জানা যায় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন পরবর্তী হাসপাতাল চত্তরে বৃক্ষ রোপন কার্যক্রম করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসকবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.