মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে শ্যামনগর উপজেলায় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ সরঞ্জাম এবং ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি ঘুরে দেখেন। পাশাপাশি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ইউএনও রনি খাতুন বলেন,দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম বড় উৎসব। এ উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রত্যেক মণ্ডপে পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, হিন্দু পরিষদের আহ্বায়ক, সদস্য সচিব। পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই। পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.