শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
- আপডেট সময় : ০৮:০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেদারুল ইসলাম।উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শ্যামনগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা মৎস্য অফিসার, জনাব মোঃ নাজমুল হুদা উপজেলা কৃষি অফিসার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মাস্টার আব্দুল ওয়াহেদ সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্যামনগর উপজেলা শাখা ।উক্ত অনুষ্ঠানে খামার প্রদর্শনী হিসেবে স্টল মেলা করা হয়, প্রান্তিক পর্যায়ে বিভিন্ন খামারিরা এসব স্টলের মধ্যে তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল ঘোড়া ইত্যাদি প্রাণীগুলো নিয়ে হাজির হয়, যেগুলো প্রদর্শনীর মাধ্যমে প্রাণিসম্পদের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। সভা ও সেমিনারে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। নয়াওবেকি গণমুখী ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান মাঠ পর্যায়ে খামারীদের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ উৎপাদন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত থাকবে।উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাঃ সুব্রত কুমার বলেন ২০২৫ সালের প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের প্রতিপাদ্য বিষয় দেশীয় জাত উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি।এই বিষয়কে সামনে রেখে খামারিদেরকে গবাদীপশু পালনের যত্নবান হতে হবে।প্রধান অতিথির বক্তব্যে জনাব দেদারুল ইসলাম খামারিদের উদ্দেশ্যে বলেন ডিম, দুধ ও মাংস উৎপাদনে প্রাণী সম্পদের বিকল্প নেই, সর্বোপরি প্রাণী সম্পদকে আমিষ ও পুষ্টিমান ধরে রাখার জন্য প্রাণিসম্পদের সর্ববিষয়ে দেখভাল করার আহ্বান করে প্রধান অতিথির বক্তব্য শেষ করেন।এবং মেলা প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শেষ করে সমাপনী বক্তব্য দেন সভাপতি ডাঃ সুব্রত কুমার বিশ্বাস।




















