মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (১৯ জুলাই) সকালে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন সংলগ্ন নদী থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নীলডুমুর (১৭) (ব্যাটেলিয়ান) বিজিবির ম্যাধমে ভ্রাম্যমান করা হয়।বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের করায় শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এ অভিযান পরিচালনা করেন। এসম উপস্থিত ছিলেন বিজিবির মেজার সুসমিত সোবন দাস, সুবিদার আব্দুর লতিফ প্রমূখ। নির্বাহী অফিসার বলেন অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এমন কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.