মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত ও আল-মসজিদুল মিরাজ শংকরকাঁটি জামে মসজিদের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।সকাল থেকেই উপজেলার কাশিমাড়ির গোবিন্দপুর, শংকরকাঁটি, দেওলসহ শ্যামনগর পৌরসভা ও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমবেত হন। পরবর্তীতে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জশনে জুলুসে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ’ ধ্বনি উচ্চারণ করেন। পাশাপাশি হামদ, নাত ও দরুদ শরিফ পাঠের মাধ্যমে রাসূল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করেন তারা।জুলুস শুরুর আগে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে মিলাদ, কেয়াম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সাইফুদ্দিন আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.