শ্যামনগরে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলায় আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়সভার সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন বলেন উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কলেজ সহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণ করা হবে। এক্ষেত্রে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি প্রশ্নপত্র পূরণ পুর্বক আবেদন করার কথা বলেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের যাচাই বাছাই কমিটি কর্তৃক মানদন্ডের উপর ভিত্তি করে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের শিক্ষক রাফসান জনি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রকাশ কুমার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।সভায় আগামী ৪ আগষ্ট উপজেলায় একহাজার শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে মিট দ্যা স্টুডেন্ট প্রোগ্রামের একটি কমিটি গঠন করা হয়।