শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী থেকে দুটি বাঘের নখ উদ্ধার,ও এক চোরাকারবারি আটক

- আপডেট সময় : ০৭:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান ক্রাইম রিপোর্টার (সাতক্ষীরা):-
বাঘের দুটি নখ বিক্রি করার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে । আজ বিকাল সাড়ে চারটার দিকে বুড়িগোয়ালিনী খেয়াঘাট এলাকার একটি দোকান থেকে নকসহ তাকে আটক করা হয়।
পাচারকারীর নাম ডাক্তার শরিফ সিদ্দিকী ।সে শ্যামনগর উপজেলা তুমরা গ্রামের মোকসেদ মোল্লার ছেলে। ডাক্তার শরিফ সিদ্দিকী এর কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বাঘের নখ।
পশ্চিম বন বিভাগ, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ, কর্মকর্তা
এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, জানান ,বন বিভাগের কর্মকর্তারা গোপনে জানতে পারেন সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বাজারে এক চোরাকারবারি বাঘের দুটি নখ বিক্রির জন্য অপেক্ষায় রয়েছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে তার নেতৃত্বে বুড়িগোয়ালিনী ঘাটখেয়াঘাট এলাকার শরিফ উদ্দিনের দোকানেদোকানে অভিযান চালানো হয়। হাতেনাতে আটক করা হয় শরিফ উদ্দিনকে ।তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বাঘের নখ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সাথে আর জড়িত আছে কিনা সেটা বের করার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে।