সংবাদ শিরোনাম :
শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকেরা।
রোববার (১২ মে) দুপুরে উপজেলার নওয়াবেঁকী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নওয়াবেঁকী বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ইলেকট্রনিক মিস্ত্রি আব্দুল কাদেরের তাতাল থেকে আগুনের সুত্রপাত ঘটেছে । আব্দুল কাদেরের নিজের দোকানসহ পাশে থাকা কানন হোসেনের জুতার দোকান ও আনিছুর রহমানের ওষুধের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ব্যবসায়ীরা ও স্থানীয় মানুষের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার আগেই দোকান তিনটির মালামাল পুড়ে ছাই হয়ে যায়।