শ্যামনগরের এম.এম, হাইস্কুলের জমি দখলের হুমকীর প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের হুমকী ও জমির হারীর টাকা আটকে দেয়ার অভিযোগ এনে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর ( শনিবার) বেলা ১১ টায় বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে
বিদ্যালয়ের স্বত্ত্ব দখলীয় জমির হারির টাকা(ইজারা মুল্য) আটকে দেয়ার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা অভিযোগে করেন- গাবুরার একাধিক হত্যা মামলার আসামী রবিউল ইসলাম জোয়ার্দার বিদ্যালয়ের জমি দখলের হুমকী প্রদর্শন করছে। তাছাড়া গত ৫৫ বছর ধরে বিদ্যালয়ের অনুকুলে থাকা ছয় বিঘা জমির হারি বা ইজারা মুল্যের টাকা প্রতিষ্ঠানটি পেয়ে আসছে। তবে বিদ্যালয়ের জমিতে চিংড়িঘের পরিচালনাকারী আওছাবউল্লাহ আকস্মিকভাবে হারির টাকা দিতে অস্বীকার করছে। এমনকি ৫৫ বছর ধরে ঘের পরিচালনার পর এবার তিনি বিদ্যালয়ের জমি নিজের বলেও দাবি করছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মহসীন হোসেন, গ্রামবাসী আজিজুর রহমান, জহিরুল ইসলাম, শিক্ষার্থী মোর্কারম, জাহিদ ও শিপলুসহ অন্যরা। অভিযোগের বিষয়ে ঘের পরিচালনাকারী আওছাবউল্লাহ জানান, দীর্ঘ ৫৫ বছর তিনি হারি দিয়ে আসলেও এখন জমির হারি বিদ্যালয়কে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রধান শিক্ষক মহসীন হোসেন জানান,কতিপয় স্বার্থন্বেষী মহল বিদ্যালয়ের জায়গা আত্মসাতের চেষ্টা করছেন। তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে লিখিত আবেদন জানাবেন।















