মো: রাসেল হোসেন, নিজস্ব প্রতিনিধি :-
আসামী গ্রেফতার করায় ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনায় ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫’শ জনকে আসামী করে মামলা হয়েছে। রবিবার (৯ জুন) রাতে পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করে। মামলা পর রাতেই পুলিশ শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ শৈলকুপার ধাওড়া গ্রামে একটি মারামারি মামলার এজাহারভূক্ত আসামী স্থানীয় আওয়ামীলীগ নেতা মোস্তাক শিকদারকে রবিবার (৯ জুন) গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে বিকালে ধাওড়া ও আশপাশের গ্রামের শত শত লোকজন ঢাল, ভেলা, লাঠি, সোটা, রাম দা ও ইটপাটকেল নিক্ষেপ করে থানায় হামলা করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে। হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে ওঠে। পুরো থানা এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.