রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শৈলকুপার কৃতি সন্তান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান এর পক্ষ থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ ভায়াল (প্রতিটি ৫ ডোজ) সাপের কামড় প্রতিরোধে ব্যবহৃত অতি প্রয়োজনীয় ওষুধ এন্টিভেনম হস্তান্তর করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২১ জুলাই ২০২৫ থেকে হাসপাতালে এন্টিভেনমের চরম সংকট দেখা দেয়। ফলে সাপে কাটা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না। অনেক রোগীকে ঝুঁকিপূর্ণ অবস্থায় কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করতে বাধ্য হন চিকিৎসকরা।
এই পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান শৈলকুপা উপজেলার সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে উদ্যোগ নেন এবং জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল এন্টিভেনম সরবরাহ করেন। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, পর্যায়ক্রমে আরও এন্টিভেনম সরবরাহের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা অ্যাটর্নি জেনারেলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এই উদ্যোগ বহু মানুষের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.