শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হাবিপ্রবি

- আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

হায়দার, হাবিপ্রবি প্রতিনিধি:-
কোটা সংস্কার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা অভিযোগে শেখ হাসিনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হাবিপ্রবি সাধারণ শিক্ষার্থী ৷বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকাল ১১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ঢাকা দিনাজপুর মহাসড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যায়৷ এ সময় তারা শ্লোগান দেয় ,বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই ৷ ছাত্রলীগের ঠিকানা , এই বিশ্ববিদ্যালয়ে হবে না৷ সন্ত্রাসীদের ঠিকানা এই বিশ্ববিদ্যালয়ে হবে না৷ ”
মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ৬টি দফা ঘোষনা করে,
১.জড়িত হল সুপার এবং সম্পূর্ণ হল প্রশাসনকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়কে বাদী হয়ে মামলা করতে হবে।
২.যেসকল হলে অবস্থানকারীদের রুমে বিভিন্ন প্রানঘাতি অস্ত্র পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে অতি দ্রুত মামলা করতে হবে এবং তাদের একাডেমিক শাস্তি প্রদান করতে হবে।
৩.যেহেতু এসকল অস্ত্রের সাথে বাংলাদেশ ছাত্রলীগ,হাবিপ্রবি শাখার সংশ্লিষ্টতা প্রত্তক্ষ এবং প্রমাণিত, সুতরাং হাবিপ্রবি ছাত্রলীগের পদধারী সকলের বিরুদ্ধে এবং সক্রিয় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করতে হবে।
৪.অতিদ্রুত বিভিন্ন হল গুলোতে আবাসিক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫.আবাসিক হল গুলোতে অভিযানে অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার হওয়াতে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় জড়িত দের সীট গুলোকে বাতিল এবং শূন্য ঘোষণা করে গনতান্ত্রিক উপায়ে মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে শিক্ষার্থীদের হলে সীট প্রদান করতে হবে।
৬.ফাঁকা হওয়া সীট গুলোতে অবৈধভাবে নতুন কোনো শিক্ষার্থী উঠলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মিছিলে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃতোফাজ্জল হোসেন তপু বলেন ,আপনারা সবাই জানেন ইতোপূর্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, কিভাবে সাধারণ ছাত্রদের কে হ্যারাসমেন্টের স্বীকার হতে হয়েছে।কিন্তু বিজয় অর্জন এর পরেও আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে।আমরা তাদেরকে এলার্ম দিতে চাই তোমরা কিন্তু এখনো আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছ।আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো কিছু বলতেছিনা।যদি তোমরা বাচতে চাও তাহলে দ্রুত তোমরা এই ক্যাম্পাস ত্যাগ করো।নাহলে সাধারণ ছাত্ররা তোমাদের ছাড়বে না।অতএব তোমরা এই ক্যাম্পাসে পড়াশোনা করতে আসছো আমরা তোমাদের ক্ষতি করতে চাইনা।তোমরা আমাদের ক্ষতি করতে পারো। তোমাদেরকে এক্টাই এলার্ম দিতে চাই তোমরা দ্রুত এই ক্যাম্পাস ত্যাগ করো তা না হলে সাধারন ছাত্ররা তোমাদের গনধোলাই দিয়ে এই ক্যাম্পাস থেকে বের করে দিতে বাধ্য হবে।