সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে দিল্লিতে

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
সরকার পতনের এক দফা দাবিতে করা আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুরে বোন রেহানাসহ দেশ ছাড়েন তিনি।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ তাকে নিয়ে ভারতের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসিনাকে বহন করছে একটি লকহিড সি-১৩০জে হারকিউলিস মডেলের উড়োজাহাজ।
লাইভ এয়ার ট্রাফিকের ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪-এর তথ্য অনুসারে, বিকেল ৫টা ২২ মিনিটে উড়োজাহাজটি ভারতের উত্তর প্রদেশের সুলতানপুর এলাকার আকাশ অতিক্রম করছিল। সাড়ে ৫টার দিকে উড়োজাহাজটি লখৌর কাছাকাছি ছিল।
এদিকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করবে বলে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে।