রাসেল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. খাইরুল ইসলাম কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে (নবাগত প্রিন্সিপাল) যোগদান করেছেন। তাঁর এই গৌরবময় পদপ্রাপ্তির খবরে শৈলকুপা তথা ঝিনাইদহ জুড়ে বইছে আনন্দের বন্যা।
শিক্ষাজীবনে তিনি ১৬তম বিসিএস (শিক্ষা ক্যাডার) কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এবং দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা ও গবেষণায় তাঁর অসামান্য অবদান রেখেছেন।
ড. মো. খাইরুল ইসলাম স্যারের এই নতুন দায়িত্ব গ্রহণ শুধুমাত্র একটি পদোন্নতি নয়, বরং এটি ঝিনাইদহ জেলার শিক্ষক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা। নিজ এলাকার একজন কৃতি সন্তানের এমন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় এলাকাবাসী তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর নিরলস প্রচেষ্টা, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং নেতৃত্বগুণ তাঁকে এই উচ্চাসনে আসীন করেছে। নতুন কর্মক্ষেত্রেও তাঁর হাত ধরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ আরও সাফল্যের শিখরে পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করছেন সুধীমহল।
ঝিনাইদহ থেকে তাঁর শুভাকাঙ্ক্ষীরা এই গুণী শিক্ষাবিদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। তাঁর নতুন যাত্রা সফল হোক এবং তাঁর নেতৃত্বে শিক্ষা বিস্তারে আরও নতুন দিগন্ত উন্মোচিত হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.