শৃঙ্খলা ও দক্ষতার অঙ্গীকারে বরিশালে আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

- আপডেট সময় : ১১:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হলো উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (২য় ধাপ-২০২৫) এর সমাপনী অনুষ্ঠান। শনিবার (২৭ সেপ্টেম্বর) বরিশাল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা আভি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আনসার সদস্যরা সবসময় সরাসরি ভূমিকা রেখে আসছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে।” তিনি আরো বলেন, আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তায় নয়, বরং সমাজ উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা করেছে ।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দায়িত্বরত আনসার সদস্যদের প্রতি তিনি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয় এবং চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ছয়টি জেলার মধ্যে পিরোজপুর ব্যতীত বাকি পাঁচ জেলায় একই সময়ে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ (২য় ধাপ) সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উদ্যোগ আনসার সদস্যদের দক্ষতা ও মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।