শৃঙ্খলা ও দক্ষতার অঙ্গীকারে বরগুনায় আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী

- আপডেট সময় : ০৭:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২০২৫ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) বরগুনা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে, উপজেলা আভি কর্মকর্তা আমতলী, অতিরিক্ত দায়িত্ব সদর, বরগুনা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, সমাজ উন্নয়ন ও সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্টভাবে সম্পন্ন করতে সবার উপড় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, সামনে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজা অনুষ্টিত হতে যাচ্ছে তাই দায়িত্বরত সদস্য যারা থাকবে তারা পূজা মন্ডব নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদাত্বের পরিচয় দিয়ে কাজ করবে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৫ সমাপনী অনুষ্ঠান কার্যক্রম বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে পিরোজপুর ব্যতিত ৫ টি জেলায় একই সাথে সম্পন্ন হয়েছে, যা আনসার সদস্যদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।