মোঃ রাশেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার,নারায়নগঞ্জ:নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়া ছনী গ্রামের অন্তর্গত জেলে পাড়ার এক নিভৃত মানুষ নিপেন্দ্র সরকার। এক সময় যিনি গ্রামে গ্রামে ঘুরে পুটির শুটকি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, আজ তিনি নিঃসঙ্গ বার্ধক্যে অবহেলিত, নির্যাতিত ও অসহায় জীবনযাপন করছেন।
দ্বিতীয় স্ত্রী মিনতি রানীর নির্যাতনে জর্জরিত নিপেন্দ্র সরকার অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। বয়সের ভারে কাজ করার ক্ষমতা হারিয়েছেন, আর সন্তানরা চলে গিয়েছেন ভারত — নেই কোনো খোঁজখবর, নেই কোনো সহানুভূতি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নাভেজা কণ্ঠে এই প্রবীণ বলেন,
“আমি একসময় গ্রামে গ্রামে ঘুরে পুটির শুটকি বিক্রি করতাম, আবার এক তারায় গান গাইতাম। নিজের লেখা গান, নিজের সুর – সারা বাংলায় একসময় মানুষ শুনেছে আমার গান। এখন আর গাইতে পারি না। হার্টের রোগী আমি, ওষুধ কিনতেই হিমশিম খাই।”
তিনি আরও বলেন,
“বয়স্ক ভাতা থেকে কিছু টাকা পাই, ওতেই কোনওরকমে চলি। স্ত্রী মারধর করে, তবু কিছু বলি না। আমি সবাইকে দোয়া করি। আমি দুঃখে থাকলেও তাতে আমার আপত্তি নেই – আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন।”
আজ সমাজের বিবেকবান ও বিত্তবান মানুষদের প্রতি তাঁর একটাই আবেদন — "দয়া করে পাশে দাঁড়ান, একটু সহানুভূতি দিন।"
এমন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নিপেন্দ্র সরকারের মতো মানুষরা সমাজের আয়নায় এক অন্যরকম সত্য তুলে ধরেন—যেখানে কষ্ট আছে, ত্যাগ আছে, কিন্তু এখনও ভালোবাসার আশাও বেঁচে আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.