রাউজান (প্রেসবিজ্ঞপ্তি):
রাউজান পৌরসভার মুন্সিঘাট এলাকায় অবস্থিত একটি আধুনিক ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জেন্টস্ পার্লার বিক্রয় করা হবে। ইউসিবি ব্যাংকের পাশেই ২য় তলায় অবস্থিত এই সেলুনটির নাম "ফ্যাশন হেয়ার কাট জেন্টস্ পার্লার"।
দোকানটির প্রোপাইটর সজল দে জানান, সেলুনটি দীর্ঘদিন ধরে সুপরিচিত ও সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আধুনিক সুযোগ-সুবিধা ও পরিপূর্ণ বিউটি সরঞ্জামে সজ্জিত এই দোকানটি এখন আগ্রহী ক্রেতার জন্য উন্মুক্ত।
দোকানে রয়েছে—
২ টন ধারণক্ষমতার একটি এয়ার কন্ডিশনার (এসি),৫টি ভিআইপি চেয়ার, ১টি শ্যাম্পু বেট, ৩টি ৪-পাখার সিলিং ফ্যান,১টি ফ্রিজ, ১টি স্টিলের আলমারি, ১টি ড্রেসিং টেবিল, ২টি সোফা সেট, ১টি টেবিল, ২৪ ভোল্টের একটি আইপিএস।
সেলুনটির আয়তন প্রায় ২৫/১৫ স্কয়ার ফিট। দোকানটিতে রয়েছে জেন্টস্ পার্লার পরিচালনায় প্রয়োজনীয় সকল বিউটিশিয়ান মালামাল। আধুনিক ডেকোরেশনসহ দোকানটির মোট নির্মাণ ও সাজসজ্জা বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা। বর্তমানে দোকানে মালিক পক্ষের কাছে ১ লক্ষ টাকা অগ্রিম জমা রয়েছে।
সর্বমোট দোকানটির মূল্য ধরা হয়েছে ১০ লক্ষ টাকা।
বিশেষভাবে উল্লেখ্য, কেউ ইচ্ছা করলে এটি বিউটি পার্লার হিসেবেও ব্যবহার করতে পারবেন। যে কোন আগ্রহী ক্রেতাগণ দোকানটা নিতে চাইলে আলোচনা সাপেক্ষে দর দাম কম বেশী প্রয়োজনীয় সব তথ্য জানিয়ে দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: কোন ক্রেতাগণ ইচ্ছে করলে জেন্টস্ অথবা লেডিস্ বিউটি পার্লার হিসেবে ক্রয় করতে পারেন।
যোগাযোগের ঠিকানা, ফ্যাশন হেয়ার কাট, মুন্সি ঘাট,রাউজান, ইউসিবি ব্যাংকের পাশে, ২য় তলা,মোবাইল নাম্বার ০১৮১০-২৭৭২৬৫
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.