শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী;আজ ১১ই অক্টোবর ২০২৫, রোজ শনিবার। সকাল দশ ঘটিকার সময় রাজশাহী জিরো পয়েন্টে “বঞ্চনা নয়, চাই মর্যাদা” ব্যানারে এমন লেখা নিয়ে সর্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষক দের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা ও মহানগরী। উক্ত সমাবেশে রাজশাহী জেলার সকল উপজেলা থেকে ও রাজশাহী মহানগরী থেকে সর্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অনেক প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক গণ অংশ গ্রহন করেন। সমাবেশে জেলা, মহানগরী ও উপজেলার দায়িত্ব শীল ফেডারেশনের শিক্ষক নেতৃ বৃন্দ গণ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ সহ নানাবিধ দাবি নিয়ে পৃথক পৃথক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব শীল কর্মকর্তা দের উদ্দেশ্যে বলেন অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে। বক্তারা বলেন শিক্ষক দের বাড়ি ভাড়া ৫০% করতে হবে, সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করতে হবে, নৈতিক শিক্ষা ব্যবস্হা নিশ্চিত করতে হবে, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্হা চালু করতে হবে, স্বতন্ত্র ইবতেদায়ী সকল মাদ্রাসা জাতীয় করণ করতে হবে। বক্তারা আরো বলেন কোন শিক্ষা অফিসে শিক্ষক দের যেন হয়রানির শিকার হতে না হয়। কোন শিক্ষা অফিসার যেন ঘুষ না নেন। শিক্ষক দের কোন ফাইল যেন আটকে না থাকে, ইত্যাদি শিক্ষক দের দাবি নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতারা প্রধান উপদেষ্টা মহোদয় ও শিক্ষা উপদেষ্টা মহোদয় ও শিক্ষা সচিব মহোদয় এর প্রতি শ্রদ্ধা রেখে শিক্ষক দের সকল দাবি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করার বিনীত অনুরোধ জানান। অন্যদিকে স্বল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না করলে ঢাকা প্রেসক্লাবে সারা দেশের শিক্ষক দের নিয়ে মহা সমাবেশ করে যেন মূল্যে আমরা দাবি আদায় করবই এমন হুশিয়ারি প্রদান করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল টি রাজশাহী জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে রাজশাহী সাহেব বাজারের প্রধান সড়ক দিয়ে রাজশাহী কলেজের গেট রাস্তা দিয়ে আঞ্চলিক শিক্ষা অফিসের গেটের সামনে দিয়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের গেট রাস্তা হয়ে গনক পাড়া তিন মাথা মোড়ে থেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতি মহোদয় সুশৃঙ্খল ভাবে প্রয়োজনে সামনে বড় আন্দোলনের ডাক দিয়ে আজকের সমাবেশের সকল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।