
খুবি প্রতিনিধি:
খুলনায় নারীর প্রতি অনলাইন সহিংসতা রোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার (৫ নভেম্বর) নগরীর শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪১ জন শিক্ষার্থী।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে গণমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের অংশ হিসেবে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। খুলনা জেলায় প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে স্থানীয় এনজিও কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন (সিডব্লিউএফ)।
শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মে অনলাইনে নারীর প্রতি হয়রানি, সাইবার অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতার গুরুত্ব তুলে ধরে। প্রতিটি চিত্রে ফুটে ওঠে নিরাপদ ডিজিটাল জগতের প্রতি তাদের প্রত্যাশা ও নিজস্ব ব্যাখ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব মোল্যা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন (সিডব্লিউএফ)-এর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম এবং প্রোগ্রাম সমন্বয়ক আজিজুর রহমান ছবি। এছাড়া সাকমিড-এর উর্ধতন কর্মকর্তারা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে শুধু সাইবার জগত সম্পর্কে সচেতনতা নয়, বরং ডিজিটাল নিরাপত্তার প্রতি দায়িত্ববোধ ও প্রতিরোধমূলক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.