শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের ফেনী জেলা পরিদর্শন

- আপডেট সময় : ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪১ তম ও ৪৩ তম বিসিএস( পুলিশ) এর ৩২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ শিক্ষা সফরের অংশ হিসেবে অদ্য ২৫ সেপ্টেম্বর /২০২৫খ্রি: ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।ফেনী জেলার পুলিশ সুপার জনাব মো: হাবিবুর রহমান শিক্ষানবিশ কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা বরণ করে নেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, “আপনারা আগামী দিনের পুলিশ বাহিনীর নেতৃত্ব দিবেন । সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের জন্য নিবেদিত থেকে জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের সবচেয়ে বড় অর্জন।”
পুলিশ সুপার মহোদয় প্রত্যাশা করেন ভবিষ্যতে এ সকল শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ সাহস, সততা ও দূরদর্শিতার মাধ্যমে জাতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।
এছাড়াও ফেনী জেলার ভৌগলিক অবস্থান বিবেচনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কর্মকাণ্ডের বহুমাত্রিক চ্যালেঞ্জ সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ধারনা প্রদান করেন ।