শিক্ষকদের ন্যায্য দাবির পথে বিএনপির সমর্থন-তারেক রহমান

- আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার:স্টাফ রিপোর্টারঃ শিক্ষকদের ন্যায্য দাবিকে সমর্থন জানিয়ে বিএনপি স্পষ্ট করল তাদের অবস্থান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হলে রাষ্ট্রীয় উন্নয়ন বা সংস্কারের সব প্রচেষ্টাই ব্যর্থ হবে।
শনিবার(১৮ অক্টোবর) বিএনপির সহ–দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো যুক্তিসংগত আর্থিক সুবিধা, চাকরির নিরাপত্তা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।”
তিনি আরও জানান, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যেকোনো উদ্যোগ সফল করতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষকদের সম্মান–নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিএনপি মহাসচিব বলেন, “জনগণের ভোটে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করা, চাকরি স্থায়ীকরণ এবং পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।”
তবে তিনি সতর্ক করে দেন—শিক্ষকদের যুক্তিসংগত আন্দোলনকে অজুহাত করে যদি কেউ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, অথবা আসন্ন নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, বিএনপি তখন কোনো ছাড় দেবে না।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষকদের আর্থ–সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত সুফল আসবে না। ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বিএনপি।”
এক কথায়, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে বিএনপি এবার খুলে বলল—‘এটাই আমাদের নীতিগত অবস্থান।’