মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার:সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আবু হুরায়রা (রাঃ) ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র সকল শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরো উন্নতি আনার লক্ষ্যে অভিভাবক সমাবেশ গত শনিবার মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার আহবায়ক কমিটির সভাপতি শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা নিজাম উদ্দিন, সদস্য জাকির হোসেন ফিন্সু, মোঃ আবদুল খালেক, ওমর ফারুক, সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রায় তিন শতাধিক অভিভাবক, শিক্ষকমন্ডলী ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ আলোচনা শেষে উপস্থিত অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন একে একে নাম প্রস্তাব করলে সবাই হাত তুলে সমর্থন জানিয়ে ম্যানেজিং কমিটি নির্বাচিত করা হয়েছে।
ম্যানেজিং কমিটিতে সাইফ উদ্দিন সুমন সভাপতি ও পদাধিকারবলে মাও. নিজাম উদ্দিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন মোঃ আবদুল হাই সহসভাপতি, ইঞ্জিনিয়ার রবিউল আলম সাইফুল যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ কাশেম অর্থ সম্পাদক, কার্ষনিবাহী সদস্য শাহ আজিজুর রহমান, মোঃ ওমর ফারুক, মোঃ নুরুল হুদা সায়েম, ওমর ফারুক (দাতা ও অভিভাবক), গিয়াস উদ্দিন (দাতা ও অভিভাবক), হক সাহাব মিঝি (অভিভাবক), মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জাকির হোসেন ফিন্সু, ইয়াছিন আরাফাত শিপন, জাহিদুল ইসলাম, মাসুদ আলম, মাওলানা আবদুর রহমান (শিক্ষক প্রতিনিধি)।
আগামী দুই (২) বছর এই ম্যানেজিং কমিটি দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.